নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্তে আবারো পজেটিভ সনাক্ত হয়েছেন ১০২জন । রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪৪ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৫৮ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১০ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৩৭ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ১১ জন ও পুরুষ ৩৩ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৯ জন, সুনামগঞ্জ জেলায় ২জন, হবিগঞ্জ জেলায় ২জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৩২১ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২২৪ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জ জেলায় ২১জন, হবিগঞ্জ জেলায় ৫জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন ।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৬১ জন, সুনামগঞ্জ ২৩ জন, হবিগঞ্জ ৭জন এবং মৌলভীবাজারে ১১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০২ জন।

