ডায়াল সিলেট ডেস্ক :: দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলে তাকে শুভেচ্ছা জানানো হয়।

 

মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা জানান।

 

আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ মতিন খান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আঁকিল, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত প্রমুখ।

 

এর আগে বিকেলে জামিনে কারামুক্ত হন মির্জা ফখরুল। এসময় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাফটকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, হতাশার কিছু নেই। বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে।

 

মির্জা ফখরুল আরও জানান, তাদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *