নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আজ করোনা আক্রান্তে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সোমবার রাত পর্যন্ত দুটি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে পজেটিভ সনাক্ত হয়েছেন ৮২জন ।এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৪৪ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৮ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১০ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৪৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৩৪ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ৭ জন ও পুরুষ ৩৭ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জ জেলায় ১জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৩৩৫ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৮৬ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জ জেলায় ৯জন, এবং মৌলভীবাজার জেলায় ৬ জন ।
সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৬৩ জন, সুনামগঞ্জ ১০ জন, হবিগঞ্জ ১জন এবং মৌলভীবাজারে ৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮২ জন।

