নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শেষে নতুন করে ২৬ জন করোনায় ভাইরাসে সনাক্ত হয়েছেন ।
মঙ্গলবার রাত পর্যন্ত (৮ই সেপ্টেম্বর ২০২০ইং) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৮৭টি স্যাম্পুল রিসিভ করা হয়েছে তার মধ্যে ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে ।
আক্রান্তদের মধ্যে পুরুষ ১৭জন ও মহিলা ৯ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২২, সুনামগঞ্জের ২, হবিগঞ্জ জেলার ১জন, ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
এদিকে শাবিতে সিলেট জেলার ১১, সুনামগঞ্জের ৮, হবিগঞ্জ জেলার ৬জন, ও মৌলভীবাজার জেলার ৮ জন হয়েছেন।
এনিয়ে সিলেটে বিভাগে করোনা আক্রান্ত মোট সনাক্ত হয়েছেন সিলেটে ৩৩, সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ৭ এবং মৌলভীবাজারে ৯ জন।এতে মোট আক্রান্ত সংখ্যা ৫৬ জন দাড়িয়েছে।