ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এজন্য দেশের জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

ফারুক বলেন, গত বছরে তিনবার বিদ্যুতের দাম বাড়ানোর পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তা বোধগম্য নয়। বিদ্যুতের দাম বাড়ানো মানে কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি মানে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি।

 

তিনি বলেন, সাধারণ মানুষ এখন দুই বেলা দুই মুঠো ভাত খেতেই হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দাম আরও বাড়ালে মানুষ কীভাবে বাঁচবে? এ ব্যাপারে সরকারের কোনো চিন্তা-ভাবনা নেই। কারণ, তারা একটি গণবিচ্ছিন্ন সরকার।

 

জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান বলেন, সামনে রমজান। এসময়ে সরকারদলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে প্রমাণ করেছে তারা জনগণের সরকার নয়। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা অবিলম্বে সব রাজবন্দির মুক্তি চাই।

 

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *