ডায়াল সিলেট ডেস্ক :: দীর্ঘ ১৫ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
পরদিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

