Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সাদ্দাম হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সই করা এক বিজ্ঞপ্তিতে বলেন, কিছুদিন আগেও যশোরে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন।
বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ তো দূরের কথা, টুঁ শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি সরকার। কয়েক মন্ত্রী এ বিষয়ে কথা বলতেও রাজি হননি।
এমন অবস্থায় বিএসএফ সদস্য কর্তৃক গুলি করে বাংলাদেশি কিশোর হত্যা ও এর পূর্বের সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার যে হিড়িক চলছে, তা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে জোর আহ্বান জানানো হয়েছে। ।

