ডায়াল সিলেট ডেস্ক :: সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে ১৯ দিন পর দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন মির্জা ফখরুল এবং তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।
Thank you for reading this post, don't forget to subscribe!
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। গত ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।
প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। পরে তিনি শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট মির্জা ফখরুল সিঙ্গাপুর যান।

