ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে লিয়াকত আলী (৭৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত লিয়াকত ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সুজন জানান, শনিবার রাতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন জমিতে উপড়ে পড়ে যায়। কৃষক লিয়াকত আলী সকালে ইসলামগঞ্জ বাজারের পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে নিজের অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের সদস্যরা (নিহত লিয়াকত আলীর) আবেদন করেছেন।

