ডায়ালসিলেট::দক্ষিণ সুরমা থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সেবুল আহমেদ নামের এই আসামিকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার সেনপাড়া পশ্চিমভাগ গ্রামে।
Thank you for reading this post, don't forget to subscribe!দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি মামলার জেরে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা এবং অপর একটি মামলায় ৭ মাসের কারাদণ্ডসহ ৭ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
গ্রেপ্তার আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

