ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ধর্মপাশায় গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মৃত আছির আলীর ছেলে নূর আহম্মদ (৩০) ও একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে বাবুল মিয়ার (২৬)।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুজন চন্দ্র সরকার বলেন, ওই স্থানে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।