ডায়ালসিলেট ডেস্ক :: যারা দেশের টাকা পাচার করছেন, তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে দৌড়ের ওপর রাখা হবে বলে মন্তব্য করেছেন গভর্নর আহসান এইচ মনসুর।

 

 

আজ বুধবার আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নেওয়ার পর এ কথা বলেন।

 

 

গভর্নর বলেন, ব্যাংক খাতে এখন যে খারাপ অবস্থা, তার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। এখন দেখার বিষয়, কেন তারা অনিয়মে সহায়তা করেছে। মনে রাখতে হবে, সামগ্রিকভাবে জাতিগত পতনের সঙ্গে ব্যাংক খাতের এই দুরবস্থা তৈরি হয়েছে।

 

 

 

মূল্যস্ফীতিকে বর্তমানের মূল চ্যালেঞ্জ চিহ্নিত করে এটা কমে আসবে। তবে আজই কমবে, তা নয় কীভাবে তা কমিয়ে আনা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে। রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে কাজ করা হবে।

 

 

 

আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচার ঠেকাতে সরকারের সঙ্গে মিলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে আগে কখনো প্রশ্ন ওঠেনি, সম্প্রতি দু-একজনকে নিয়ে কথা হয়েছে, এটা দুঃখজনক।

 

 

উল্লেখ্য, সম্প্রতি ডুবাই, আমেরিকা ও যুক্তরাজ্যে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে আওয়ামীলীগ সরকার। বিশেষকরে যুক্তরাজ্যে আওয়ামীলীগের বেশ কয়েকজন মন্ত্রীরা তাদের আত্নীয়স্বজনদের নামে বাড়ি কেনা হয়। সম্প্রতি সাবেক আইজিপি বেনজীরের বিপুল পরিমান টাকা পাচার করেছেন এদেশে। শেখ ফজলে নুর তাপস সিঙ্গাপুরে অবস্থান করার পর থেকে তিনি বাংলাদেশে বিপুল পরিমান কালো টাকা পাচার করে সিঙ্গাপুরের বিভিন্নজনের নামে ব্যাংকে জমা করছেন বলে জানা যায়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *