ডায়ালসিলেট :সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবীর তালুকদার (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাওয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুবীর তালুকদার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুষেন তালুকদারের ছেলে।
জানা যায়, নৈমিত্তিক ছুটি শেষে সুনামগঞ্জের দিরাই থেকে এসএমপি ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে সিলেট শহরে আসছিলেন সুবীর। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক জাওয়া বাজার নামক স্থানে আসামাত্র সুনামগঞ্জ থেকে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিকের উপ-কমিশনার (ডিসি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

