ডায়ালসিলেট ডেস্ক :সিলেটের গোয়াইনঘাটের মাতুরতল এলাকার সোনারহাটে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনুষ্ঠিত আনন্দ মিছিলে হামলা ও গুলি চালিয়ে সুমন মিয়া (২০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেটের জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল (৬৫)।
তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজারের ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও গোয়াইনঘাট থানার তৎকালীন ওসি ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম।
এছাড়াও মামলায় বিজিবির কয়েকজন সদস্যকেও আসামি করা হয়েছে।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফ.আই.আর করার নির্দেশে দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।

