ডায়ালসিলেট::সিলেট নগরীতে ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার নগরীর লালদিঘীর পাড় ও কালীঘাটে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্টরা।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিস এক যৌথ অভিযান পরিচালনা করে আজ বুধবার। দুপুর ১২ টার দিকে নগরীর লালদিঘীর পাড় ও কালীঘাটে এ অভিযান করা হয়। এসময় পেঁয়াজ ও ডালের দাম অতিরিক্ত রাখার দায়ে দুটি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশ সিলেটের এসআই (নিঃ) স্বপন কান্তি দাস ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থা ।
অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থা বলেন, কালিঘাটের ব্যবসায়ীদের ৫৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রির জন্য বলা হয়েছে।

