আন্তর্জাতিক ডেস্ক :গাজা উপত্যকায় পোলিও টিকা বিতরণের জন্য অস্থায়ী মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ইসরাইল গাজায় পোলিও ভ্যাকসিন বিতরণের জন্য অস্থায়ী মানবিক বিরতিতে সম্মত হয়েছে। কেননা হামাস-ইসরাইল সংঘাতের ফলে গাজা জুড়ে রোগ ও অসুস্থতার বিস্তার ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ফিলিস্তিনে নিযুক্ত ডব্লিউএইচও-এর প্রতিনিধি রিক পিপারকন বৃহস্পতিবার বলেছেন, ‘পহেলা সেপ্টেম্বর থেকে গাজায় এই পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে।  প্রতিটি ধাপে টানা তিনদিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে।’ তিনি আরও বলেছেন, ‘আমি বলতে যাচ্ছি না যে এটি এগিয়ে যাওয়ার আদর্শ উপায়। কিন্তু এটি এগিয়ে যাওয়ার একটি কার্যকর উপায়, এটি ঘটবে এবং হওয়া উচিত কারণ আমাদের একটি চুক্তি আছে।’ এই পোলিও কার্যক্রমের লক্ষ্য গাজার প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুকে টিকাদান করা।

 

মানবিক ও চিকিৎসা সংস্থাগুলো বলেছে যে, গাজায় ইসরায়েলের প্রায় ১১ মাসের হামলা প্রায় সমগ্র জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করেছে যার ফলে রোগের প্রাদুর্ভাব ভয়াবহভাবে বেড়েছে। আবদেল-রহমান আবু এল-জেদিয়ান, একজন ১০ মাস বয়সী ফিলিস্তিনি, পোলিওতে আক্রান্ত হওয়ার পর এই সপ্তাহে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। গত ২৫ বছরে গাজায় এই রোগের উপস্থিত ছিল না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *