ডায়ালসিলেট ডেস্ক :: আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ আগষ্ট) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন দক্ষিন সুরমা উপজেলা খালের মুখ বাজার উত্তর চত্বঘরের আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা।

এসময় সংস্থার দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে মানুষের ক্ষতিগ্রস্থ বসত ভিটা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করার জন্য বিভিন্ন দাগে আর্থিক সহায়তা হস্তান্তর করেন দ্বায়িত্বশীলরা।

এসময় সংস্থার পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যারা বন্যার ত্রাণ তহবিল গঠন করেছেন তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করার ব্যাপারে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিন এবং সকলকে আহবান জানান ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে তাদের বাড়িঘর তৈরী বা নগদ আর্থিক সহায়তার অনুরোধ জানান।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সায়েম আহমদ, জাকারিয়া আহমদ, ফাহিম আহমদ, ইমন আহমদ, মুক্তার মিয়া সহ প্রমুখ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *