ডায়ালসিলেট :সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মাইজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুর থেকে লাশটি ‍উদ্ধার করে থানা পুলিশ। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই যুবক মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতো। তার এক পায়ে সমস্যা ছিল, অনেকেই তাকে ফারুক নামে চিনতেন। বয়স আনুমানিক ৩৫ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউপি সদস্য মোঃ ফয়ছল আহমদ লজু জানান, শনিবার সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেযন। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটি মাইজগাঁও রেলস্টেশনে ভিক্ষা করতো। এক পায়ে সমস্যা ছিল।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, সকালে উদ্ধারের পর লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *