নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এবার ৪৮ জন করোনায় পজেটিভ সনাক্ত হয়েছেন । বৃহস্পতিবার রাত পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে ৩৯ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৫ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬৭ জনের আসে নেগেটিভ।
এর মধ্যে মহিলা ২ জন ও পুরুষ ৭ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৭ জন,সুনামগঞ্জ জেলায় ১জন, মৌলভীবাজার জেলায় ১জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, শাবি ল্যাবে করোনায় আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ৩৯ জন । এতে ৩৫৭টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২৪৩ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন,সুনামগঞ্জ জেলায় ৯জন, হবিগঞ্জ ৩জন এবং মৌলভীবাজার জেলায় ১জন আক্রান্ত হয়েছেন।

