ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা সহ নুর মিয়া (২৩) নামের এক মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃত যুবক জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাসপাতাল এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মিয়াকে আটক করে।
জগন্নাথপুর থানার এএসআই মনির হোসেন বলেন, আটককৃত যুবক একজন মাদকসেবী এবং মাদক বিক্রেতা। তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে

