৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বায়তুল মোকাররমের খতিবকে অপসারণ- ধর্ম মন্ত্রণালয়

ডায়ালসিলেট ডেস্ক :বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });