প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ৪৯জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯জন , সুনামগঞ্জ জেলার ৬জন, হবিগঞ্জ জেলার ৮ জন এবং মৌলভীবাজার ৬ জন হয়েছেন।
এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১২হাজার ২৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৬০০ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৯২, হবিগঞ্জে ১ হাজার ৭০৮ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৬৬৩ জন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ১০৯ জন। এর মধ্যে সিলেটে ৭০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ১৫ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৭৯জন। এর মধ্যে সিলেটে ৫ হাজার ৭২ সুনামগঞ্জ ১হাজার ৯৭৭জন, হবিগঞ্জ ১হাজার ২৫২জন এবং মৌলভীবাজারে ১হাজার ৪৭৮জন।
সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা ২১১জন। তার মধ্যে সিলেটে ১৫৩জন, সুনামগঞ্জ ২২জন, হবিগঞ্জে ১৫জন, মৌলভীবাজার ২১জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech