বিনোদন ডেস্ক :ভারতের অনুষ্ঠিত জিআইসিডব্লিউ ফ্যাশন-উইক মাতিয়ে দেশে ফিরলেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। গত ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন-উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে বেনারসি শাড়ি দিয়ে তৈরি কাপড় পরে হেঁটেছেন তিনি। স্নিগ্ধা বলেন, এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে। উল্লেখ্য, মডেলিংয়ের সমৃদ্ধ গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন স্নিগ্ধা চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন তিনি। খবরটি ২০২২ সালের হলেও এই ছবির ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো খবর আসেনি।
Thank you for reading this post, don't forget to subscribe!
