কৈশোরেই হয়রানির শিকার

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কৈশোরেই হয়রানির শিকার

বিনোদন ডেস্ক :হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ অনিতা হাসানন্দানি রেড্ডি। যার অভিনয় ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছে। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও মানুষ তাকে ভীষণভাবে পছন্দ করেন। সম্প্রতি অভিনেত্রী তার কৈশোরে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা তুলে ধরেন। যেখানে তিনি যৌন হয়রানির শিকার হন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বয়স তখন মাত্র ৯ বা ১০ বছর। আমি যখন স্কুলে পড়তাম, মা আমায় রিকশায় যাওয়ার জন্য ১০ টাকা দিতেন। কিন্তু, আমি সেই টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে

ফিরে আসতাম। সেই টাকা দিয়ে আমরা ক্যান্টিন থেকে কিছু কিনে খেতাম। অনিতা বলেন, আমরা যখন আসতাম, এক রিকশাচালক অশালীন ইঙ্গিত করতো। নানা ধরনের অশ্লীল কথাও বলতো। এই ঘটনার পরে আর ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সাহস করিনি। অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরলেও ভয়টা থেকেই গিয়েছিল। অভিনেত্রী জানান, এরপর থেকে তিনি যখনই স্কুলের সামনে কোনো রিকশা দেখতে পেতেন, তার ভয়
লাগতো। আর মনে হতো ওই রিকশাচালকটি চলে এসেছে। অভিনেত্রী গার্লস স্কুলে পড়াশোনা করেছেন সারাজীবন। তবে রাস্তায় সেই  ঘটনায় দীর্ঘদিন ভয়ে থেকেছেন তিনি।

0Shares