ডায়ালসিলেট :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব দিয়ে প্রথম দফা মিফতাহ সিদ্দিকীর উপর ভরসা রেখেছিলো দলটি। এবার আরেক দফা ভরসা করলো সেই মিফতাহ সিদ্দিকীর উপরই। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মিফতাহ সিদ্দিকীকে দায়িত্ব পালন করতে নতুন করে নির্দেশনা দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়। এতে করে দল যে তাঁর প্রতি কতোটা বিশ্বাস ও সন্তুষ্ট তা আরেকবার প্রমাণ হলো।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে চলতি বছরের শুরুতে নাসিম হোসাইন বিদেশ চলে যাওয়ায় ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সপ্তাহ খানেক আগে নাসিম হোসাইন দেশে ফিরেছেন। তবে তাকে দায়িত্ব আর ফিরিয়ে দেওয়া হয়নি, মিফতাহ সিদ্দিকীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

