
ডায়ালসিলেট ডেস্ক :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২০অক্টোবর) ভোররাত থেকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করে পুলিশের টিম।
গ্রেফতারকৃতরা হলেন মো.কুতুব আলী (৫৪), জমির মিয়া, আরজু মিয়া, রবিন বনিক (২৫), সাজাপ্রাপ্ত আসামি দানু মিয়া, মো. আসাদ আলী (২৪), মো.কোরবান আলী, সোহেল শেখ ওরফে মো.কালু মিয়া (৩০) ও মিজানুর রহমান (৩৫)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।