বিনোদন ডেস্ক :বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ওলটপালট হয়ে গিয়েছে সালমান খানের জীবন। লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা জোরদার করলেও তাই প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে। চুক্তিবদ্ধ রয়েছেন বলে বাধ্য হয়ে ‘বিগবস্‌ ১৮’র কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানেও সঞ্চালনা করার সময় জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আর এ বার আরও বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান। শুটিং কমিয়ে দিয়েছেন এ তারকা।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘সিংহম আগেন’ ছবির ঝলক। তারকাখচিত এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমানের। বন্ধু রোহিত শেঠি ও অজয় দেবগনের অনুরোধেই এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা দিতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেই কথা সালমান রাখতে পারছেন না। একের পরে এক খুনের হুমকি পাচ্ছেন তিনি। বাবা সিদ্দিকির চেয়েও কঠিন পরিণতি হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ‘সিংহম আগেন’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুম্বইয়ের এক তামাক কারখানায় একদিনের শুটিং হওয়ার কথা ছিল। বাবা সিদ্দিকির মৃত্যু ও একের পরে এক হুমকির জেরে সেই শুটিং বাতিল হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, রোহিত শেঠি ও অজয় দেবগানও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। এই অবস্থায় তারাও সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। শুধু তাই নয়, আপাতত আর কোনো শুটিংও না করার সিদ্ধান্ত সালমানের। আগামী বছর নিজের পরবর্তী ছবির শুটিংয়ের আগ পর্যন্ত অন্য শুটিং করছেন না তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *