ডায়ালসিলেট ডেস্ক::সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পযার্য়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দেন স্বামী। এতে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুঠে পড়েন। প্রতিবেশীরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। আমরা এঘটনায় স্বামীকে আটক করেছি।

