ডায়ালসিলেট ডেস্ক :পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। মঙ্গলবার তারা পদত্যাগ করেছেন বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। তার সঙ্গে জহুরুল হককে কমিশনার তদন্ত হিসেবে নিয়োগ দেয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থানে নিয়োগ দেয়া হয়।

