ডায়ালসিলেট ডেস্ক :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে আব্দুর রউফ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার আব্দুর রউফকে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের রজব আলীর ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে আব্দুর রউফ তার স্ত্রী মিনা বেগম ওরফে জয়ফুল বিবিকে (৪৫) পারিবারিক কলহের জেরে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রোববার রাতেই আব্দুর রউফকে আটক করে নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় সোমবার বিকেলে ছেলে সমুজ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ আব্দুর রউফ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

