নিজস্ব প্রতিবেদক :: ওসমানি ও শাবি ল্যাব দুটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মঙ্গলবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ১৩ জন এবং শাবি ল্যাবে ৩২জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
এতে ওসামানি ল্যাবে ২৪৭ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৬২ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৪ জন ও পুরুষ ৯ জন। এদের মধ্যে সকলেই সিলেট জেলায় ।
অন্যদিকে শাবি ল্যাব থেকে ২৪৪ জনের নমুনা রিসিভ করা হয় তার মধ্যে ২৭৯ টি নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ২৪৮ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারে ৮জন রোগী রয়েছেন।
এনিয়ে সিলেটে মোট আক্রান্ত সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারে ৮জন রয়েছেন।