ডায়ালসিলেট ডেস্ক :রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের ঢল। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। র‌্যালিতে অংশ নিতে সকাল ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা এবং ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। মোড়ে মোড়ে এবং অলিগলিতে জমায়েত হয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত এই র‌্যালি নেতাকর্মীর জনসমুদ্রে রূপ নেয়। এতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতাপ্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারো স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই, আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে, শাসনে-প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। গতকাল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। বেলা ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় বা মালিবাগ পর্যন্ত কয়েকটি র‌্যালি করেছিল পুলিশের অনুমতি নিয়ে। এই রুটের বাইরে একযুগের বেশি সময় পরে এই প্রথম মানিক মিয়া এভিনিউ পর্যন্ত র‌্যালি করেছে বিএনপি। র‌্যালিটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-বাংলামোটর-কাওরান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। সরজমিন দেখা যায়, র‍্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা নয়াপল্টন ও তার আশপাশের এলাকার অলিগলিতে অবস্থান নেন। তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ক্যাপ পরে র‌্যালিতে অংশগ্রহণ করেন। এ ছাড়া কামান, ধানক্ষেত, কৃষক ও কমান্ডো সাজে নেতাকর্মীরা র‌্যালিতে যোগ দেন এবং ঢাক-ঢোল, ট্রাক নিয়ে ও বিভিন্ন রঙের টি-শার্ট পরে তারা র‌্যালিতে অংশ নেন। বর্ণাঢ্য র‌্যালি নেতাকর্মীদের হাতে ছিল ধানের শীষের ছড়া এবং নানা রঙের উৎসব পতাকা। বিভিন্ন পথ ধরে র‌্যালি চলার সময়ে রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষ করতালি দিয়ে বিএনপি নেতাকর্মীদের অভিনন্দন জানায়। নেতৃবৃন্দ হাত তুলে দর্শকদের অভিবাদনের জবাব দেয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *