ডায়ালসিলেট ডেস্ক :গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘আমাদের মুক্তি ও অনুপ্রেরণা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন এ সভার আয়োজনে করে।

তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্ক্ষা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল। আজ জুলাই ও আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার চক্রান্ত করছে। দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে, কোনোভাবেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।
শিমুল বিশ্বাস বলেন, বিএনপি সব সময়ই জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। আমরা বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে, তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।তিনি বলেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এই ঐক্য বজায় রাখতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *