বিনোদন ডেস্ক:চলতি বছর ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের মা হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। দেখতে দেখতে তার ছেলের বয়স এখন ৬ মাস। মা হওয়ার পর বৃহস্পতিবার প্রথম শিশু দিবস উদ্‌যাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা শেয়ার করলেন ইয়ামি। ব্যক্তি জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরের সঙ্গে। এরপর তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান।  ইয়ামি গৌতম বলেন, আমার মনে আছে যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম সেদিন সবাই বাচ্চাকে দেখতে চাইছিল। বুঝতেই পারছেন, ঠিক যেমনটা সব পরিবারে ঘটে। তবে সে সময় আমি একটু সময় নিয়ে আদিত্যর পাশে বসলাম। অভিনেত্রী বলেন, আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা করবো, তবে সেই মুহূর্তের ঠিক আগে আমার জীবন কেমন যেন ঝাপসা বলে মনে হচ্ছিলো। তাই কোনো নারী যে শুধু একটা শিশুর জন্ম দিচ্ছেন তা নয়, তার নিজের সত্তার জন্ম দিচ্ছেন। আর এটা অত্যুক্তি নয়। সবকিছু- মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ওই এক মুহূর্তে বদলে যায়। প্রসঙ্গত, ইয়ামি প্রথমে টেলিভিশন সিরিয়ালে অভিনয় শুরু করেন। তার প্রথম হিন্দি সিনেমা ছিল ‘ভিকি ডোনার’ যেটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই সিনেমায় তার চরিত্রটি দর্শক এবং সমালোচকদের মন কাড়ে এবং বলিউডে তার অবস্থান শক্তিশালী হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *