আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ইসরাইলের গত ১৩ মাসের টানা হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৬৪ জনে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এক বছরের বেশি সময়ে ইসরাইলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯০ জনে। ২৮ জন নিহতের পাশাপাশি ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১২০ ফিলিস্তিনি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তারা মৃত না জীবিত সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাতের পর থেকে গাজায় যে নৃশংসতা শুরু করেছে তেল আবিব তা সুস্পষ্ট মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসঘ। সংস্থাটি বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে ভ্রুক্ষেপ নেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। টানা হামলা এবং অবরোধের ফলে গাজা অঞ্চলের প্রায় সমগ্র মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরাইল। যার ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানানোয় ইসরাইল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে ইসরাইল। তারপরেও তারা গাজায় হামাস নির্মুলের নামে বেসামরিক নারী ও শিশুদের ওপর লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
