ডায়ালসিলেট :সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সিএনজি চালক সুজিত দাস ক্লুলেস হত্যা মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদরের নোহাটি গ্রামের তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারআব্দা গ্রামের আব্দুল হাই এর ছেলে মো. শিবলু মিয়া (২০)।
র্যাব-৯ এর মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। গত ১৬ নভেম্বর বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান। রাত ৯টার দিকে স্থানীয়রা রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত মানুষ সেতু এলাকায় ভিড় করেন। স্থানীয়দের ধারণা সিএনজি ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের ভাই সুবাস দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-১১/১৮.১১.২০২৪
এপ্রেক্ষিতে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯ তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।

