ডায়ালসিলেট ডেস্ক :সাত দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে ইজিবাইক ও রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন এবং চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে–নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়া; কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করা; ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা; বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা; সব শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে আটকা পড়ে দু’টি ট্রেন। পরে তারা অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
ঢাকা জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *