ডায়ালসিলেট ডেস্ক:

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ রয়েছে ইসরাইল ও লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। আঞ্চলিক এক সূত্রের বরাতে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। সেপ্টেম্বরে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ইসরাইল। এতে ইতিমধ্যেই নিহতের সংখ্যা ৩ হাজার পার হয়েছে বলে তথ্য দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আঞ্চলিক সূত্র বলছে, যুদ্ধবিরতির চুক্তি আগের চেয়ে অনেক কাছাকাছি হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীর কাছে এখনও চূড়ান্ত সবুজ সংকেত দেয়া হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক মুখপাত্র সিএনএন’কে বলেছেন, আমরা নির্দেশনা অনুযায়ী অগ্রসর হচ্ছি, তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও বেশ কিছু বিষয় রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দেওয়া ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে হিজবুল্লাহ। এই প্রস্তাব যুদ্ধবিরতি বাস্তবায়নের ভিত্তি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, হিজবুল্লাহ গাজায় হামাস এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গত বছরের অক্টোবর থেকে। এর বেশ কয়েক মাস পর গত সেপ্টেম্বরে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরাইল। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে হত্যা করেছে তেল আবিব। এছাড়া এই হামলায় লেবাননের কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বহু লেবাননের বেসামরিক লোকজন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *