স্পোর্টস ডেস্ক:বিপিএলের আসন্ন আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে সংযুক্ত করা হয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান। গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সেখানে উন্মোচন করা হয় বিপিএলের মাসকাট ‘ডানা ৩৬’ ও থিম সং।

এমন আয়োজন পরিণত হয় তারকার মেলায়। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক এবং সদস্যরা।  বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমও ছিলেন সেখানে। এছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবলসহ বাকি ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তি ও খেলোয়াড়রা।

ডানা ৩৬ মাসকট সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে। এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে তারুণ্যের মধ্যে উদ্দিপনা ছড়াতে কয়েকজন স্কুল-কলেজের শিক্ষার্থীকেও আমন্ত্রণ জানান হয়, যাদের অংশগ্রহণ যোগ করে পুরো আয়োজনে বাড়তি মাত্রা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *