ডায়ালসিলেট :সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ ৪ জন। এর মধ্যে দুজন গুরুতর আহত।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহ’র ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
নিহত রুহুল আমিনের মামা জানান- শনিবার সন্ধ্যার পর তিনি ও তার ভাগনাসহ এলাকার কয়েকজনের
সিলেট কিনব্রিজের দক্ষিণ মুখে দেখা হয়। এসময় তারা ৫ জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের গাড়িটি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার লালারগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ভাগনা রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।
তিনি বলেন- দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন
নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়া নিয়ে যাওয়ার আবেদন করা হবে বলে নিহত রুহুল আমিনের মামা জানান।

