স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের ডান হাতের তর্জনীতে ৫টি সেলাই পড়েছে। অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই ওপেনার। আজ সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট লাগে সৌম্যের।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশের বোলিং ইনিংসের ৬ষ্ঠ ওভারের ঘটনা এটি। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। সেই আঘাতে আঙুলে পাঁচটি সেলাই পড়েছে তার।
এরপর দ্রুত সৌম্যকে হাসপাতালে নেওয়া হয়। এই ধরনের আঘাতে সুস্থ হতে কমপক্ষে চার সপ্তাহ লাগে। তবে সৌম্যর আঙুলের এক্সরে রিপোর্টের পর বোঝা যাবে, তার সর্বশেষ অবস্থা। যদিও এটা নিশ্চিত সৌম্য লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন।
এতে করে চলতি সিরিজের শেষ ম্যাচে তো খেলা হচ্ছেই না আর আগামী ৩০শে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের শুরুর দিকেও খেলা হচ্ছে না সৌম্যের। এবারের আসরে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

