ডায়ালসিলেট ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ছুরত আলীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২২ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্ধা ইছমাইল আলীর পুত্র। তার মুল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন  কোতোয়ালী  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ।

উল্লেখ্য-বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং- ২১ (তারিখ : ২৩.০৮.২০২৪) ও মোগলাবাজার থানার মামলা নং- ১১ (তারিখ : ২৩.০৯.২০২৪) সহ একাধিক মামলা রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *