ডায়ালসিলেট :সিলেট নগরীর সাগরদিঘির পাড় ওয়াকওয়ের পাশের একটি কলোনিতে আগুন লেগে অন্তত ৪টি ঘর পুড়ে গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ অফিসার বেলাল আহমদ গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ামাত্র আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।

