স্পোর্টস ডেস্ক:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে ফিরেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। বাদ পড়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের মোকাবিলা করবে চার পাকিস্তানি পেসার।

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে বক্সিং ডে টেস্টে নামছে পাকিস্তান। বেলা ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। এর আগের দিন একাদশ ঘোষণা করে সফরকারীরা। কোনো অভিজ্ঞ স্পিনার না থাকলেও প্রোটিয়াদের বিরুদ্ধে বল করবেন চার পেসার। টেস্টে গত দুই বছর ফর্মহীনতায় ভুগছেন বাবর আজম। শেষ ১৮ ইনিংস ব্যাট করে নেই একটিও ব্যক্তিগত ফিফটি। চল্লিশের ঘরে রান নিতে পেরেছেন মাত্র একবার। তার ব্যাট থেকে সবশেষ ফিফটি দেখা গিয়েছে ২০২২ এর ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সেবার খেলেন ১৬১ রানের ইনিংস। ঘরের মাঠে গত অক্টোবরে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বাজে পারফর্মেন্সের কারণে শেষ দুই টেস্ট থেকে বাদ পড়েন বাবর। এরপর এবারই প্রথম দলে ডাক পেলেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে টানা তিন ওয়ানডে ম্যাচে রান ছাড়াই আউট হবার কারণে একাদশে জায়গা পাননি ওপেনার শফিক। যদিও সাদা পোষাকেও দীর্ঘ দিন ফর্মের বাইরে তিনি। তার জায়গায় সাইম আইয়ুবের সঙ্গে ওপেন করবেন শান মাসুদ। একাদশে জায়গা করে রেখেছেন কামরান গোলাম। চোট থেকে সুস্থ হয়ে একাদশে ফিরেছেন পেসার খুররাম শাহজাদ। সঙ্গে রয়েছেন আরও  তিন পেসার আমির জামাল, নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস। প্রায় তিন বছরের বেশি সময় পর সাদা পোষাকে নামবেন নাসিম। এই সংস্করণের ক্রিকেটে তিনি সবশেষ ম্যাচটি খেলেন ২০২১ এর আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গোলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আগা, আমির জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *