প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪
বিনোদন ডেস্ক :দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’ আজ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার এটি দ্বিতীয় সিনেমা। সর্বশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ‘পেয়ারার সুবাস’। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। সিনেমাটি মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় প্রিমিয়ার অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন- ছবির নির্মাতা আকরাম খান, অভিনয়শিল্পী জয়া আহসান, সৌম্য, দিব্য প্রমুখ। জয়া আহসান ছবিটি দেখার আহ্বান জানান সবাইকে। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, রাহেলা চরিত্রে এখানে কাজ করেছি যে কিনা
পাথরের মতো একজন মানুষ। তার কোনো অভিব্যক্তি নেই। সে কখনো কাঁদে না। একটি অদ্ভুত চরিত্র। পুরো ছবিতে একবারও চোখের পাতা ফেলতে পারিনি। কারণ এটাই গল্পের ডিমান্ড ছিল। বিষয়টি আমার জন্য চ্যালেঞ্জের ছিল। কারণ আমরা প্রতিনিয়ত চোখের পাতা ফেলি। রাহেলার আসলে খুশি, রাগ কিংবা কষ্ট হলেও তা বোঝা যায় না। এ ছবিটি কেন দেখা উচিত- এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ছবির নাম ‘নকশী কাঁথার জমিন’। এটি বাংলাদেশের ছবি। দেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা মহান মুক্তিযুদ্ধের ছবি। আমরা জানি আমাদের বীর মাতাদের কথা। মুক্তিযুদ্ধের পরও তারা বিভিন্নভাবে নিষ্পেষিত ছিলেন। বীর মাতারা কীভাবে জীবনযাপন করেছেন তাই এ ছবির গল্প। সেই নারীদের কথা বলবে এ ছবি। তাই সবারই আমার মনে হয় ছবিটি দেখা উচিত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech