ডায়ালসিলেট:বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় ১০ পিস ইয়াবাসহ দুবাগের জামিল হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর দুবাগের মৃত নাজিম মিয়ার ছেলে। এছাড়াও পৃথক মামলায় সাজা পরোয়ানাভূক্ত আসামী ফয়সল আহমদ (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। তিনি খশির আব্দুল্লাহপুর এলাকার মৃত হাজী জমির উদ্দিনের ছেলে। অপর অভিযানে উত্তর দুবাগের লুতু মিয়া (২৮) ও শাকিল মিয়া (১৯) এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বারইগ্রামের আফতাব আলীর ছেলে রায়হান (৩০), বাহাদুরপুর বাউটুলী এলাকার আকল আলীর ছেলে বলাই হোসেন (৩৫), দক্ষিণ পাড়িয়াবহরের আমীন আলীর ছেলে বুরহান উদ্দিন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উজ্জামান।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা, এসআই নাজমুল হক মামুন, এসআই আশরাফুল সিকদার, এএসআই রিপন মিয়া, এএসআই মোজাম্মেল হক।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

