ডায়ালসিলেট::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯’র পৃথক অভিযানে একটি রিভলবার, দু’টি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।বুধবার রাতে সিলেট নগরীর উপকণ্ঠ খাদিমনগর ও জৈন্তাপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি দল এসএমপির শাহপরান থানাধীন মর্ডান গেইট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ টি পাইপগান উদ্ধার ও জব্দ করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে রাত সোয়া ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি এ.কে এম কামরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল সিলেট জেলার জৈন্তাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।