ডায়ালসিলেট;; এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দলবেধে ধর্ষণের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তদন্ত কমিটির চার সদস্য ঘটনাস্থল এমসি কলেজ হোস্টেলে যান।
এসময় হোস্টেলের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন তারা। কমিটির সদস্যরা ধর্ষণ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এর আগে এমসি কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন তারা। এরপর হোস্টেলে যান তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান হিসেবে আছেন সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজললুর রহমান। অন্য সদস্যরা হলেন, মহানগর মুখ্য হাকিম মো. আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন নেছা।
কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এমসি কলেজের হোস্টেলে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শাহপরাণ থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ৬ আসামির ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

