ডায়ালসিলেট ডেস্ক :যশোরের একটি পার্কে আত্নগোপনে থাকা  শেখ হাসিনার সাবেক সামরিক  সচিব ও ঝিনাইদহ -৩ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহনী। ওই পাকে মিয়াজী অবস্থান করছেন জেনে সেখানে ঘেরাও করেন  বৈষম্য বিরোধী  ছাত্র জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  সদস্যরা। এক পর্যায়ে মিয়াজীকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটা কালো গ্লাসের  গাড়িতে চেপে সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী যশোর সদর উপজেলার  রুদ্রপুর গ্রামের নিজ মালিকানাধীন শ্যামল ছায়া পার্কে প্রবেশ করেন। রাত সাড়ে ৮ টার দিকে সে খবর পৌঁছে যায় বৈষম্যবিরোধী ছাত্রদের কানে। খবর পাওয়া মাত্র জেলা সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে ৫০/৬০ জন ছাত্র জনতা পার্কের প্রধান ফটকে অবস্থান নেন। তারা পার্কের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পার্কের নিরাপত্তা কর্মীরা ছাত্র জনতাকে বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০ টার দিকে কয়েকশ ছাত্র জনতা পার্কে উপস্থিত হয়ে পুরো পার্কটি ঘিরে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার উপক্রম হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১০ টার দিকে পুলিশ, সেনা বাহিনীর সদস্যরা ও র্যাবের সদস্যরা পার্কে যান এবং ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *