৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

 

 

 

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে ১৪ সমন্বয়ককে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তারা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });